[email protected] ঢাকা | বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে ট্রাকচাপায় পথচারী নিহত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২১ জুন ২০২৫, ১৬:২১

শিবগঞ্জ থানা। ফাইল ছবি/সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সোলেমান ডিগ্রি কলেজের সামনে ট্রাকচাপায় একজন পথচারী নিহত হয়েছেন। শনিবার (২১ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. আকতারুল ইসলাম (৫০)। তিনি শ্যামপুর ইউনিয়নের শরৎ নগর মিয়াপাড়া গ্রামের মৃত কালু মণ্ডলের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা একটি ট্রাক (নং ঝিনাইদহ ট-১১-১২৫৭) কানসাটগামী পথে আসছিল। কলেজ গেটের সামনে পৌঁছালে রাস্তা পার হতে থাকা আকতারুল ইসলাম ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে শিবগঞ্জ থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে আইনি প্রক্রিয়া শেষে লাশটি নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম কিবরিয়া বলেন, ‘ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে। চালক ও ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

না.হো/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর