[email protected] ঢাকা | বুধবার, ১৩ই আগস্ট ২০২৫, ২৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

সড়কের পাশ থেকে ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ জুন ২০২৫, ১৫:৪২

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার রাস্তার পাশ থেকে রাজু (২০) নামে এক ভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৩ জুন) সকালে নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের পারিলা গ্রামের হিয়ারিং রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের মাধ্যমে জানা যায়, গত সপ্তাহ থেকে একজন প্রতিবন্ধী ভিক্ষুকের ভ্যান চালক হিসেবে কাজ করছিলেন রাজু। তবে গতকাল থেকে নিখোঁজ ছিল ভ্যানচালক রাজু। আজ সোমবার সকালে সড়কের পাশে গলাকাটা মহদেহ ও চাকু পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে নাচোল থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, নাচোলের ফতেপুর ইউনিয়নের সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় ভ্যানচালক রাজুর মরদেহ উদ্বার করা হয়েছে। এনিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা ও তদন্তকাজ শুরু করেছে পুলিশ।

এমএএ/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর