[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২৩শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

অতিরিক্ত মদপান, ডোবায় ডুবে ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
১০ জুলাই ২০২৫, ০১:১১

নাচোল থানা। ছবি: চাঁপাই জার্নাল/ফাইল

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার একটি বিলের পানি নিস্কাশনের ডোবা থেকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির ঢেনা (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০৯ জুলাই) সন্ধ্যায় নাচোল উপজেলার ০৩ নং নাচোল সদর ইউনিয়নের ঝিকরা এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত ওই ব্যক্তির নাম ঢেনা মুর্মু। তিনি একই উপজেলার পীরপুর সাহানাপাড়ার বদ্ধাই মুর্মুর ছেলে।

পুলিশ সূত্র থেকে জানা যায়, গত সোমবার (০৭ জুলাই) সকাল ১১ টার দিকে ঢেনা মুর্মু তার ভাগ্নি মরিয়মের মেয়ের বিয়ের অনুষ্ঠান শেষে তার ভাগ্নির বাড়ি থেকে তার নিজের বাড়ির উদ্দেশ্যে বের হয়। কিন্ত সে নিজ বাড়ি ফিরে আসেনি। ঢেনার ভাগ্নি মরিয়ম মনে করেছে তার মামা নিজ বাড়ি চলে গেছে এবং ঢেনা মুর্মুর পরিবার ভেবেছে সে তার ভাগ্নির বাড়িতে আছে। এজন্য উভয় পরিবারই ঢেনা মুর্মুর খোঁজ করেনি। পরে বুধবার ৩ নং নাচোল ইউনিয়নের ঝিকড়া গ্রামস্থ জনৈক মোঃ মইদুল এর বাড়ি সংলগ্ন বিলের পানি নিস্কাশনের ডোবায় উপুর হয়ে একটি লাশ ভেসে  থাকতে দেখে গ্রামবাসী এবং থানা পুলিশকে খবর দেয় ।খবর পেয়ে পুলিশ ডোবা থেকে ঢেনার মরদেহ উদ্ধার করে এবং তার মরদেহটি পুলিশের উপস্থিতিতে তার ভাগ্নি মরিয়ম ঢেনার লাশটি সনাক্ত করে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পানি নিষ্কাশনের একটি ডোবা থেকে ঢেনা নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে একটি বিয়ের অনুষ্ঠানে অতিরিক্ত মদ পান করেন ঢেনা। পরে প্রকৃতির ডাকে সাড়া দিতে ডোবায় গিয়ে ডুবে মারা যায় তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যাবস্থা নেওয়া হচ্ছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর