[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে নির্মিত হচ্ছে ‘‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’’

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ২৩:৩৯

জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অতিথিবৃন্দ। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) বিকেলে শহরের ফুড অফিস মোড়ে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. রেজাউল করিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. ইয়াছিন আলী, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন।

এছাড়াও আরোও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আক্তার, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেন, গণপূর্ত বিভাগ, চাঁপাইনবাবগঞ্জের নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা জজ কোর্টের পিপি অ্যাভোকেট আবদুল ওদুদ, জুলাই আন্দোলনে শহীদ তারিক হোসেনের পিতা আসাদুল ইসলাম প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক বলেন. সরকার ৩৬ জুলাই পর্যন্ত বিভিন্ন কর্মসূচি দিয়েছে। তার অংশ হিসেবে জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ নির্মাণ কার্যক্রম শুরু হচ্ছে। জুলাই শহিদ স্মৃতিস্তম্ভের কাজ ৫ আগস্টের মধ্যে শেষ করা হবে। ওই দিন এই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করবো।

পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর