প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ২০:৫৪
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা পল্লী মাতৃকেন্দ্র সদস্য পরিবারের অসহায় ও দুঃস্থ ৫ শিশু শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
উপজেলা সমাজসেবা কার্যালয়, সদর চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে গতকাল বুধবার দুপুুরে অফিস কক্ষে এসব শিক্ষা উপকরণ তুলে দেন উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস। এসময় উপজেলা সমাজসেবা অফিসার বলেন, পল্লী মাতৃকেন্দ্র সাধারণত গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মানোন্নয়নের জন্য কাজ করে থাকে।
এর একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শিক্ষা ও সচেতনতা বৃদ্ধি করা। শিক্ষা উপকরণ বিতরণ এই কার্যক্রমেরই একটি অংশ, যা শিশুদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলবে এবং তাদের ভবিষ্যৎ জীবনে উন্নতি লাভে সহায়তা করবে।
এসময় উপস্থিত ছিলেন, ফিল্ড সুপারভাইজার আমিনুল ইসলাম, অফিস সহকারী মাসুম বিল্লাহ, শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেফতাহুজ্জামান প্রমুখ। বিতরণকৃত শিক্ষা উপকরণের মধ্যে ছিল খাতা, কলম, পেন্সিলসহ অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাসামগ্রী।
রাব্বি হোসেন /ই.ই
মন্তব্য করুন: