[email protected] ঢাকা | বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

আন্তর্জাতিক কারাতে জাজ পরীক্ষায় অনুর সাফল্য

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ২১:০৬

আন্তর্জাতিক কারাতে জাজ পরীক্ষায় অনুর সাফল্য ছবি চাপাই জার্নাল

৫-৬ জুলাই শ্রীলংকার রাজধানী কলম্বতে অনুষ্ঠিত হল সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের আয়োজনে ৯ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ এবং ১ ম সাউথ এশিয়ান ইউথ কারাতে কাপ-২০২৫।

তার আগে ২-৪ জুলাই হোটেল রামাদায় (কলম্ব) এশিয়ান কারাতে ফেডারেশনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত রেফারি কোর্স ও লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করেন এশিয়ার ৯ টি দেশের ৭৫ জন রেফারি।

এই গুরুত্বপূর্ণ পরীক্ষায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান মোহাম্মদ আমিরুল শেখ অনু জাজ-বি লাইসেন্স অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন। বাংলাদেশের হয়ে ৯ম সাউথ এশিয়ান হারাতে চ্যাম্পিয়নশিপ এবং ১ম সাউথ ইন্ডিয়ান ইউথ কারাতে কাপ - ২০২৫ টুর্নামেন্টে জাহাজ হিসেবে প্রতিনিধিত্ব করেন। তাঁর এই অর্জন আন্তর্জাতিক কারাতে অঙ্গনে বাংলাদেশের রেফারি প্রতিনিধিত্বকে আরো দৃঢ় করলো।

আগামীতে তাঁর এই অর্জন বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। তিনি বর্তমানে বাংলাদেশ কারাতে ফেডারেশন এর জাজ এবং ঢাকা ক্যান্টনমেন্ট কচুক্ষেত এলাকায় এবিসি মার্শাল আর্ট একাডেমি ফাউন্ডার ও প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

এছাড়াও তিনি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে একাডেমি, স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের মার্শাল আর্ট প্রশিক্ষণ, সেমিনার দিয়ে থাকেন। বিশেষ করে নারী আত্মরক্ষা ও আত্ম উন্নয়নের জন্য সেফ ডিফেন্স প্রশিক্ষণ দেন। চাঁপাইনবাবগঞ্জ জেলার ক্রিয়া জগতের সর্বোচ্চ তাঁর এ অর্জন আমাদের অহংকার।

রাব্বি হোসেন /ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর