[email protected] ঢাকা | মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২০ জুলাই ২০২৫, ১৬:৩৬

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পদ্মা নদীর শাখায় গোসল করতে নেমে নদীতে ডুবে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরের শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের উত্তর মাঝাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু হলো, উত্তর উজিরপুর মাঝাপাড়ার ওমর আলীর ছেলে আব্দুল আলিম (১১) ও একই গ্রামের মুকুল আলীর মেয়ে মিম (১১)।

পুলিশ সূত্র থেকে জানা যায়, রোববার দুপুরে উত্তর উজিরপুর মাঝাপাড়ার পুরান সুভান উচ্চ বিদ্যালয়ের পাশে পদ্মা নদীর শাখায় গোসল করতে নামেন দুই শিশু। এইসময় তারা নদীতে ডুবে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজা খুঁজির পর নদী থেকে দুইজনকে মৃত অবস্থা উদ্ধার করে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। আইনী প্রক্রিয়া চলমান আছে।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর