প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ২০:০৫
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়া বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট মো. তৌকির ইসলাম মারা গেছেন। দুর্ঘটনার পর তিনি সিএমএইচের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।
সোমবার (২১ জুলাই) দুপুর থেকে পাইলটের মৃত্যুর গুঞ্জন শোনা গেলেও বিকেলে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
স্থানীয় ভাবে জানা যায়, প্রশিক্ষন বিমান দূর্ঘটনায় নিহত পাইলটের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চকর্কীতি ইউনিয়নের কৃষগোবিন্দপুরে। তার তোহরুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের চাঁপাইনবাবগঞ্জের একজন স্বনামধন্য ব্যাবসায়ী। চাঁপাইনবাবগঞ্জে বাড়ি হলেও নিহত পাইলটের পরিবার বসবাস করতেন রাজশাহীর উপশহরের ৪নং সেক্টর এলাকায়। তবে প্রায় বছর খানেক আগে তার বিয়ে হয়। এরপর বউ নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। এছাড়া ফ্লাইট ল্যাফটেন্যান্ট তৌকির পাবনা ক্যাডেট কলেজের শিক্ষার্থী ছিলেন।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। এছাড়া বিমান বিধ্বস্তের পরপর গুরুতর আহত অবস্থায় পাইলট তৌকিরকে সিএমএইচে নেওয়া হয়েছিল।
এম.এ.এ/আ.আ
মন্তব্য করুন: