প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ২০:২১
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার ঘুঘুডিমা এলাকায় বিষধর সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) সকালে তার নিজ বাড়িতে সাপের কামড়ে মারা যান।
নিহত ব্যক্তির নাম রুস্তম আলী (৪০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের ঘুঘুডিমা গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
স্থানীয়রা জানান, আজ সকালে রুস্তম আলী গৃহপালিত পশুর জন্য ঘাস কাটার উদ্দেশ্যে হাসুয়ায় ধার দেওয়ার জন্য গোয়াল ঘরে ঢোকেন। সেখানেই এক বিষধর সাপ তাকে ছোবল দেয়। পরে স্থানীয়রা উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিষিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাফেজ মীর জানান, সকালে সাপের কামড়ে রুস্তম আলী নিহত হয়েছেন। তবে হাসপাতালে নেওয়ার আগেই মারা গেছেন রুস্তম আলী।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: