প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ১৯:৪৮
চাঁপাইনবাবগঞ্জ শহরে এবং শহরের বাইরে ব্যস্ত রাস্তায় বিভিন্ন স্থানে ফেলে রাখা হচ্ছে নির্মাণ সামগ্রী। সড়কের অর্ধেকটা দখল করে চলছে বাড়ি নির্মাণ ও সংস্কার কাজ।
এর ফলে সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনার শঙ্কা। বেআইনি এ কর্মকাণ্ড দেখার যেন কেউ নেই। নিয়মনীতিকে কেয়ার না করে এসব চলতে থাকায় পথচারী ও যানবাহনে চলাচলকারীদের ভোগান্তি চরমে উঠেছে।
বিভিন্ন পথচারী ও যানবাহন মালিকরা অভিযোগ করে বলেন, 'ব্যস্ত সড়কের ওপরে যত্রতত্র ইট-বালুসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রাখায় চলাচলে চরম ভোগান্তি পোহাতে হয়। একটু রোদ সঙ্গে হালকা বাতাস হলেই নির্মাণ সামগ্রী থেকে ধুলাবালি উড়ে এসে শরীর এবং চোখ-মুখ ভরে যায়। বৃষ্টি হলে আবার সবকিছু রাস্তায় ছড়িয়ে পড়ে কাদার সৃষ্টি করে। তখন সব মিলিয়ে রাস্তায় চলাচল দুষ্কর হয়ে পড়ে।'
সরেজমিনে চাঁপাইনবাবগঞ্জ আমনুরা মহাসড়কের ধারে বিভিন্ন জায়গায় দেখা যায়, ব্যস্ত এই সড়কের এক পাশে ইট, বালিসহ বিভিন্ন নির্মাণ সামগ্রী ফেলে রেখেছেন। এছাড়াও শহরের বিভিন্ন জায়গায় রাস্তার উপর যত্রতত্র বাড়ি করার নির্মাণ সামগ্রী ফেলে রাখতে দেখা যায়। এতে করে নগরবাসীসহ বিভিন্ন পথচারীরা দুর্ঘটনা স্বীকার হচ্ছেন।
এদিকে লক্ষ্য করা যায়, বিভিন্ন যানবাহনে করে ইটভাটা এবং বসতবাড়ি ও অন্যান্য কাজের জন্য ঢাকনা ছাড়া খোলা ভাবে ভরাট মাটি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। এদিকে যানবাহনের মাটিগুলো রাস্তায় কিছু কিছু করে পড়ে থাকে। তখন সামান্য বৃষ্টি হলেই রাস্তা চলাচলের অনুপযুক্ত হয়ে যায়। আহত এবং নিহতের মতন দুর্ঘটনাও ঘটে থাকে।
উল্লেখ্য, সচেতন এলাকাবাসীরা জানায়, এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষদের নজর দেওয়া উচিত। না হলেই যে কোন সময় বড় কোন দুর্ঘটনা ঘটে যেতে পারে।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: