[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

দুই আ.লীগ নেতা গ্রেফতারের ঘটনায় বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৯:৩৫

গোমস্তাপুর থান। ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে জেলা আওয়ামীলীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হুমায়ুন রেজা ও গোমস্তাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামান উদ্দীন কে আটক করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) বিকেলে হুমায়ুন রেজাকে গোমস্তাপুর ইউনিয়নের নয়াদিয়াড়ী গ্রামের নিজ বাসা থেকে এবং জামানকে নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় থেকে জনতা আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেয়। তাদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা রয়েছে৷

এদিকে বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে ওই ইউনিয়নের ৩ নং বিএনপির দলীয় কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। খবর পেয়ে রাতেই গোমস্তাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মারজুক আহম্মেদ জানান, গোমস্তাপুর ইউনিয়নের মুখলেস মোড় সংলগ্ন ক্লাব ঘরকে গত ৫ আগস্টের পর থেকেই ৩ নং ওয়ার্ড বিএনপি কার্যালয় হিসেবে ব্যবহার করা হচ্ছিল। ওয়ার্ড বিএনপি তাদের সভা সমাবেশ ওই ঘরে করে তাকে। বুধবার গভীর রাতে কে বা কারা বিএনপির কার্যালয়টিতে ককটেল হামলা করে।গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি রায়হান বলেন, এ ঘটনা ঘটিয়েছে আওয়ামীলীগ ও ছাত্র লীগের কিছু নেতাকর্মী। আওয়ামীলীগ ওই এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করে আসছে বহুদিন থেকে। যেহেতু গতকাল আওয়ামীলীগের ২ নেতাকে আটক করেছে। এর প্রতিবাদে বিএনপির কার্যালয়টিতে ককটেল হামলা হয়ে থাকতে পারে। আমি আশা করি পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ ওয়াদুদ আলম বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অবিস্ফোরিত একটি ককটেল উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সি.রা/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর