প্রকাশিত:
২৬ জুলাই ২০২৫, ১৯:৪৬
চাঁপাইনবাবগঞ্জ : জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০ টায় চাঁপাইেনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জুলাই পুনর্জাগরণের অংশ হিসেবে সমাজ গঠনে ওসমানী স্মৃতি মিলনায়তন, ঢাকাসহ জেলা-উপজেলায় একযোগে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা সমাজসেবা অধিদপ্তর ও জেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদের অনুষ্ঠানটি দেখানো হয়।
এরমধ্যে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মানবিক, বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ার লক্ষ্যে লাখো কন্ঠে সবাই একসাথে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত থাকার পাশাপাশি উপস্থিত সকলে শপথ পাঠে অংশ নেন।
এর আগে জুলাই শহিদদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে কালেক্টরেট চত্বরের চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে সমাজগঠনে নারী এবং শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা ও সচেতনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন ডাঃ এ.কে.এম শাহাব উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বৈষম্যবিরোধী আন্দোলনের জেলা সমন্বয়ক আব্দুর রাহিম।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক উম্মে কুলসুম। এসময় উপস্থিত ছিলেন, জুলাই আন্দোলনে শহিদ তারেক হোসেনের পিতা মোঃ আশাদুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন, জেলা মহিলা অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার প্রমুখ।
সভাপতি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন, তরুণ ছাত্র সমাজ জুলাই আন্দোলনের আমাদের পথ দেখিয়েছিলেন। ১৬ জুলাই যেদিন আবু সাঈদ শহীদ হলেন, সেদিন থেকে আন্দোলনের নতুন মাত্রা যুক্ত হয়েছিল।
জুলাই যোদ্ধাদের প্রতি স্যালুট রইলো। বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পাশাপাশি জাতি গঠনে ভূমিকা রাখতে হবে। জুলাই আন্দোলনে যারা শহিদ হয়েছিলেন তাদের আত্মার মাগফিরাত কামনা ও অসুস্থদের সুস্থতা কামনা করা হয়।
এছাড়া বিমান দূর্ঘটনায় নিহত পাইলটসহ মাইলস্টোন স্কুলের নিহত শিক্ষার্থীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। শেষে, সচেতনতামুলক জেলার ঐতিহ্যবাহী গম্ভীরা পরিবেশন করা হয়।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: