প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৭:৫৮
চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল ভর্তি পরীক্ষায় ব্যর্থ মানসিকভাবে ভেঙ্গে পড়ায় ইব্রাহিম খান চঞ্চল (২৫) নামে এক শিক্ষার্থী পরীক্ষার্থী আত্মহত্যা করেছে।
গত শুক্রবার রাত ৮টায় চাঁপাইনবাবগঞ্জের শহরের বালুবাগান এলাকায় তার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম খান উক্ত এলাকার শামসুজ্জোহা ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান।
জানা গেছে, ইব্রাহিম খান মেডিকেল ভর্তি পরীক্ষায় সফলতা না পাওয়ায় সে মানসিকভাবে ভেঙে হয়ে।
একপর্যায়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি মতিউর রহমান জানান, প্রাথমিক ধারণা পরীক্ষা খারাপ দেওয়ায় সে হতাশায় ভুগার কারণে আত্মহত্যা করেছে।
পরিবারের সদস্যরা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর মডেল থানায় অপমৃত্যু হিসেবে মামলা দায়ের করা হয়েছে।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: