প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ২০:০৬
রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের এক বাসচালককে মারধরের জেরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
গতকাল রোববার সকাল থেকে এ রুটে বাস না চলায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।
শ্রমিকদের অভিযোগ শনিবার ২৬ জুলাই রাজশাহীতে চাঁপাইনবাবগঞ্জের চালক-শ্রমিকদের সাথে রাজশাহীর চালকদের বাকবিতন্ডা হয়। একপর্যায়ে চাঁপাইনবাবগঞ্জের এক চালককে মারধর করে রাজশাহীর চালকরা।
এ ঘটনার জেরে রাজশাহীর একটি বাস ভাঙচুর করে চাঁপাইনবাবগঞ্জের চালকরা। এর ফলে দুই জেলার মধ্যে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
জানা গেছে চাঁপাইনবাবগঞ্জের সীমানার শেষ প্রান্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বালিয়াঘাটা হাতাপাড়া পর্যন্ত বাস চলাচল করছে।
তবে চাঁপাইনবাবগঞ্জ থেকে কোনো বাস ছেড়ে যায় নি। বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছে।
অনেকেই মাঝপথে বাস থেকে নেমে অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে বাধ্য হচ্ছেন। বাড়তি টাকার পাশাপাশি সব মিলিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে কয়েকজন যাত্রী এ অভিযোগ করেন। এসবের দ্রুত সমাধান হওয়া দরকার।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: