[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে র‌্যাবের পৃথক অভিযানে মাদকসহ আটক ২

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ১৮:১৯

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম গাঁজা ও ৯৯ বোতল ফেন্সিডিলসহ মোঃ রাকিব আলী (৪৩) ও মোঃ সোহেল রানা (২৬) নামে ২ জনকে আটক করেছে।

গত রোববার বিভিন্ন সময়ে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লক্ষীপুর কামারপাড়া এলাকায় ও শিবগঞ্জ পৌর এলাকার বাজারে পৃথক অভিযান চালায় র‌্যাব সদস্যরা। আটককৃত মোঃ রাকিব আলী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর বানঝাপাড়ার মোঃ সিরাজুল আলীর ছেলে ও অপরজন মোঃ সোহেল রানা শিবগঞ্জ উপজেলার দূর্লভপুর ইউনিয়নের বাররশিয়ার মোঃ তরিকুল ইসলামের ছেলে।


গত রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষীপুর কামারপাড়া কমিউনিটি ক্লিনিক এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদক ক্রয়-বিক্রয় করছে।

এ তথ্য পাওয়ার পর র‌্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের একটি দল উক্ত স্থানে সোয়া ৫টার দিকে অভিযান চালিয়ে ৩৮০ গ্রাম গাঁজাসহ রাকিব আলীকে আটক করে। অপরদিকে, শিবগঞ্জ বাজার এলাকায় এক ব্যক্তি প্লাষ্টিকের ক্যারেটে করে অবৈধ মাদকদ্রব্য বিক্রয়ের জন্য অবস্থান করছে।
এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের আরেকটি দল বিকেল ৬টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার শিবগঞ্জ বাজারে ইসলামী ব্যাংকের সন্নিকটে অভিযান চালিয়ে ৯৯ বোতল ফেনসিডিলসহ সোহেল রানাকে আটক করে। এ ব্যাপারে স্ব স্ব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

রাব্বি হোসন/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর