প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ২০:০৫
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্কুল-কলেজ, মাদ্রাসা ও সমমান পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।
পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম এসইডিপি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ৩৮ কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নাল আবেদিনের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল আউয়াল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আব্দুল মতিন। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের অবদান অপরিসীম। এই পুরস্কার তাদের জন্য উৎসাহের বার্তা হয়ে থাকবে।
মেধাবীরা দেশেপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী বাংলাদেশ বিনির্মাণে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে এসইডিপি স্কিমের গুরুত্ব তুলে ধরেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ টিটিসি’র অধ্যক্ষ মোঃ আবদুর রহিম, নবাবগঞ্জ কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. মোঃ এমরান হোসেন, মহিলা ফাযিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, কৃতি শিক্ষার্থীরা তাদের অভিমত ব্যক্ত করে বক্তব্য রাখেন।
শেষে এসএসসি, এইচএসসি ও সমমান পর্যায়ে ৩৮ শ্রেষ্ঠ শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থীদের অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: