[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

সমাজসেবার হেল্পলাইন নম্বরের মাধ্যমে শিশু কন্যার বাল্যবিয়ে রোধ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ২০:১৪

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলায় ১৩ বছর বয়সী এক শিশু কন্যা বিয়ে করবে বলে জানায় তার বাবা-মাকে।

মা-বাবা উপায়ন্তর না দেখে বাধ্য হয়ে বিয়ের আয়োজন করে। প্রেক্ষিতে সমাজসেবা অধিদপ্তরের হেল্পলাইন ১০৯৮ নম্বরের মাধ্যমে উক্ত শিশু কন্যার বালবিবাহ রোধ করা হয়েছে।

সমাজসেবার হেল্পলাইন ১০৯৮ নম্বর সম্পর্কে স্থানীয় জনগনের অনেক আগে থেকেই জানা রয়েছে। কারন উক্ত এলাকায় শিশুদের সুরক্ষা ও সহায়তা নম্বর ১০৯৮ সম্পর্কে বেশ কয়েকবার সচেতনতামূলক উঠান বৈঠক করা হয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে।

১০৯৮ হেল্পলাইনের এর তথ্য মতে গতকাল মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী সরেজমিনে গিয়ে শিশু কন্যা ও মা-বাবাকে দীর্ঘক্ষণ কাউন্সেলিং করা হয়।

পরবর্তীতে গোবরাতলা ইউপি’র ৮ নং ওয়ার্ডের সদস্যকে নিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে সক্ষম হয়। শিশু কন্যাটি ১৮ বছরের আগে বিয়ে করবে না এবং মা-বাবা ১৮ বছরের আগে মেয়েকে বিয়ে দিবে না মর্মে মুচলেকা দেয়।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী মোঃ মেফতাহুজ্জামান জানান, কন্যাশিশুর ঝড়ে পড়া রোধে ১০৯৮ হেল্পলাইন নম্বরটি বাল্যবিবাহের মতো ঘটনার শিকার হলে সাহায্য চাইতে পারে। বাল্যবিবাহ রোধের ক্ষেত্রে একটা বাধা হিসেবে কাজ করে।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন দাস জানান, ২৪ ঘণ্টাই সমাজসেবার জাতীয় হেল্পলাইন ১০৯৮ নম্বরের সেবা কার্যক্রম চলমান থাকে। বাল্যবিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা, যা শিশুদের ভবিষ্যৎ নষ্ট করে দেয়। তাই এই ধরনের ঘটনা রোধ করার জন্য ১০৯৮ হেল্পলাইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

রাব্বি হোসেন/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর