প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ২১:৪৮
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার, অসচ্ছল পরিবারে ঢেউটিন ও নগদ অর্থ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সামগ্রী ও প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এসব বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
অনুষ্ঠানে ৫৩০টি বিদ্যালয়ে স্কুল ব্যাগ, ৭টি সেলাই মেশিন, ১০টি হুইল চেয়ার, ২০ জনকে আর্থিক সহায়তা, ঢেউটিন-নগদ অর্থ ও বেঞ্চ বিতরণ করা হয়। এর আগে উপজেলা ভূমি অফিসে ভূমি সহায়তা কেন্দ্র ও ছত্রাজিতপুর ইউনিয়ন ভূমি অফিসে গোল ঘর ছাউনির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তৌফিক আজিজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতার প্রমূখ।
রাব্বি/আ.আ
মন্তব্য করুন: