[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২
thecitybank.com

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৩১ জুলাই ২০২৫, ২২:৫০

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আইডিয়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠােনে অতিথিবৃন্দ। ছবি: চাঁপাই জার্নাল

২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান স্মরণে দেশব্যাপী তরুণ-তরুণীদের অংশগ্রহণে "আইডিয়া প্রতিযোগিতা" আয়োজন করেছে স্থানীয় সরকার বিভাগ। এরই অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে “আমার চোখে জুলাই বিপ্লব” প্রতিপাদ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে।

তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি পালন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ প্রাঙ্গণে নানান কর্মসূচির উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ।

এসময় জেলা প্রশাসক বলেন, তরুণদের উদ্ভাবনী ভাবনা ও অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ঘটনা স্মরণে জেলা পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করা এই প্রতিযোগিতার উদ্দেশ্য।

তিনি জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা জানান এবং আহতদের আশু রোগ মুক্তি কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আবদুল মতিন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মোঃ সাদিকুজ্জামান, জেলা পরিষদের উপসহকারী প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াহিদ প্রমুখ।

শহীদদের শ্রদ্ধা জানিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন জানান, স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ২০২৪ সালের জুলাই আগষ্টে সংঘটিত গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্য নিয়ে তরুণদের অংশগ্রহণে জেলা পরিষদের উদ্যোগে ‘আইডিয়া প্রতিযোগিতা’র আয়োজন করা হয়েছে।

গত ২৬ জুলাই থেকে আগামী ৫ আগষ্ট পর্যন্ত চলবে এসব কর্মূসচী। এর মধ্যে রয়েছে গণ আন্দোলনে গম্ভীরা : ৩৬ জুলাইয়ের চেতনায় জাগো চাঁপাই, দেয়ালচিত্রের মাধ্যমে জুলাইয়ের চেতনা ফুটিয়ে তোলা, মঞ্চনাটক, রক্তে ভেজা জুলাই নিয়ে প্রামাণ্যচিত্র, স্বাস্থ্য সচেতনতামূলক কার্যক্রম ও ভোট গণনা প্রক্রিয়া সহজীকরণ।

এছাড়া ডেঙ্গু প্রতিরোধ, করোনা ভাইরাস ঝুঁকি রোধে করণীয় এবং ডায়রিয়া ও অন্যান্য পানিবাহিত রোগসমূহ প্রতিরোধে ও প্রতিকারে করণীয় বিষয় নিয়ে জেলার বিভিন্ন উপজেলায় মাইকিংয়ের মাধ্যমে সচেতনতামুলক প্রচারণা ও জনগণের মাঝে লিফলেট বিতরণ করা হবে।

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর