জুলাই জাগরণ অনুষ্ঠানমালার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে আত্মদানকারীদের স্মরণে ‘জুলাইয়ের মায়েরা’ শীর্ষক অভিভাবক সমাবেশ ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জের আয়োজনে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দীন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, সিভিল সার্জন ডাঃ এ,কে,এম শাহাব উদ্দীন, পিপি এ্যাডভোকেট আবদুল ওদুদ প্রমুখ।
অনুষ্ঠানে জুলাই যোদ্ধা আব্দুর রাহিম ও জুলাই কন্যা লিমা জুলাই আন্দোলনের অনুভূতির কথা ব্যক্ত করে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, জুলাই আগস্টের চেতনা শুধু একটি আন্দোলনের স্মৃতি নয়, এটি একটি মূল্যবোধ।
যেখানে গণতন্ত্র, মানবতা ও সাম্যের জন্য ছাত্র-জনতা আত্মত্যাগ করেছেন। বক্তারা আরো বলেন, এই অভিভাবক সমাবেশের মাধ্যমে শুধু ইতিহাসের পুনঃস্মরণ নয়, নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মূল্যবোধ জাগিয়ে তোলারও একটি প্রয়াস চালানো হচ্ছে।
জুলাই শহিদরা বৈষম্যহীন সমাজ গঠনের স্বপ্ন নিয়ে জীবন দিয়েছেন। তাঁদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতন ঘটে এবং জন্ম নেয় নতুন অধ্যায়ের বাংলাদেশ। দেশে আবারও অতৎপরতা শুরু হয়েছে। ফ্যাসিস্টরা সুযোগ পেলেই মাথাচাড়া দিয়ে উঠবে।
এখন থেকে সজাগ থাকতে হবে। জুলাইয়ের শহিদদের আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে। অেনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সাহিদা আখতার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শহিদ তারেক হোসেনের পিতা মোঃ আশাদুল ইসলাম ও মাতা মোসাঃ ফিদুশি খাতুন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ¦ল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জুলাই যোদ্ধা পরিবারের সদস্যরা।
চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। এদিকে, জুলাই-আগস্ট অভ্যুত্থান স্মরণে রেমিট্যান্স যোদ্ধা দিবস উপলক্ষে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলার ৪ শ্রেষ্ঠ রেমিট্যান্স যোদ্ধার পরিবারকে ক্রেস্ট প্রদান করা হয়।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: