[email protected] ঢাকা | বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

গোমস্তাপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
৫ আগষ্ট ২০২৫, ১৬:৪২

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদ তারেক হোসেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়। 
 
গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার সকালে আটটায় চৌডালা ইউনিয়নের ইসলামপুর গোরস্থানে শহিদ তারেকের সমাধিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ আব্দুস সামাদ  পুলিশ সুপার রেজাউল করিম, বিপিএম-সেবা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী সহ শহিদ তারেকের বাবা আসাদুল ইসলামকে সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। 
 
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইফতেখারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) আনিসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার গোমস্তাপুর সার্কেল হাসান তারেক, অফিসার ইনচার্জ গোমস্তাপুর থানা ওয়াদুদ আলম সহ জেলা ও উপজেলার উদ্ধতন কর্মকর্তা, সুশীল সমাজ, সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী, বৈষম্যবিরোধী ছাত্রনেতা সহ শিক্ষার্থীরা। পুষ্পস্তবক অর্পণ শেষে শহিদ তারেকের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। 
 
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট রাজধানীর শেরে বাংলানগরে ছাত্র জনতার উপর পুলিশ গুলি চালালে শহিদ তারেক হাসানের পেটে চারটি এবং বাম হাতে একটি গুলি লাগে। পরবর্তীতে নয় আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি শাহাদাত বরণ করেন।  
 
 রাব্বি হোসেন /ই.ই
 

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর