চাঁপাইনবাবগঞ্জ জেলা স্কাউটের সম্পাদক পৌর এলাকান আরামবাগ নিবাসী মরহুম গোলাম রাব্বানী মাস্টারের একমাত্র পুত্র মোঃ গোলাম রশীদ চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার বেলা সাড়ে ১১টায় ঢাকার ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি-----রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।
তিনি মাতা, স্ত্রী ও ৩ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বেশ কিছুদিন আগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন এবং হৃদরোগে আক্রান্ত হন। তার ডায়াবেটিসও ছিল। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় যান।
গোলাম রশীদ স্কাউটিংসহ সামাজিক কর্মকান্ডে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে জেলা স্কাউটস একজন দক্ষ অভিভাবক হারাল। তিনি শহরের হরিমোহন গাবতলা মোড়স্থ নর্থব্রীজ স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন চাঁপাই দৃষ্টির সম্পাদক এমরান ফারুক মাসুম, চাঁপাইনবাবগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা মন্টু ও সাধারণ সম্পাদক ফয়সাল মাহমুদ, সিটি প্রেসক্লাবের সভাপতি কামাল সুকরানা ও সাধারণ সম্পাদক মেহেদি হাসান ।
আজ বুধবার রাত পৌনে ১০টায় আজাইপুর- পোলাডাঙ্গা- আরামবাগ গোরস্থান প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে তার মরদেহ সেখানে দাফন করা করা হয়। এসময় প্রশাসনের কর্মকর্তা, স্কাউটস সদস্যবৃন্দসহ সর্বস্তরের বিপুল সংখ্যক মুসল্লী উপস্থিত ছিলেন।
রাব্বি হোসেন/ই.ই
মন্তব্য করুন: