[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৯:২৭

ছবি: সংগ্রহীত

“প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি” এ স্লোগানকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এবং প্রশিক্ষনার্থী যুবদের শপথ পাঠ করানো হয়।

পরে জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে যুব ভবন মিলনায়তনে যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আফাজ উদ্দিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) একরামুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ইকতেখারুল ইসলাম।

বক্তারা বলেন, জুলাই গণঅভুত্থানের মাধ্যমে অর্জিত তারুণের জয়যাত্রাকে কাজে লাগাতে হবে। প্রযুক্তি নির্ভর যুবশক্তিকে কর্মমুখী প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থানে ঋণ দেয়া হচ্ছে।

একটি সমাজ ও একটি রাষ্ট্র বিনির্মাণের সম্পদ হলো যুব সমাজ। জাতি গঠনে যুবরা ভূমিকা রাখবে। আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষায় সমাজ এবং রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে। তাদের দক্ষ জনবল হিসেবে গড়ে তুলতে হবে।

তাদের প্রশিক্ষিত করে জাতির অগ্রযাত্রায় শামিল করতে হবে। তাহলে নতুন বাংলাদেশ গড়ে উঠবে। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সফল নারী উদ্যোক্তা শামসুন নাহার পলি ও সংগঠক আব্দুর রহিম।

সূচনা বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারি পরিচালক মিজানুর রহমান। আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণপ্রাপ্ত ৫ যুবক ও যুবমহিলার মাঝে সাড়ে ৫ লাখ টাকা ঋণের চেক বিতরণ করা হয়।

এরপর বুক্ষরোপণ ও প্রীতি ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।‌

রাব্বি হোসেন/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর