চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়কের বদলি জনিত বিদায় ও নবাগত তত্ত্বাবধায়ক যোগদান করেছেন।
বৃহস্পতিবার বেলা ১১ টায়(১৪ আগস্ট) নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান তার দপ্তরে যোগদান করার পর বিদায়ী তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।
পরে উভয়ে ফূল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। নবাগত তত্ত্বাবধায়ক চিকিৎসকদের সাথে পরিচিত হন। তিনি সকলের কাছে সহযোগিতা চান, নতুন কর্মস্থলে সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন।
এর সাথে সার্বিক কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি সকলের সহযোগিতা কামনা করেন। জানা গেছে, নবাগত তত্ত্বাবধায়ক ডাঃ মুহাম্মদ মশিউর রহমান যোগদানের আগে দীর্ঘদিন নাটোরে সিভিল সার্জন এর দায়িত্বে ছিলেন।
পরে স্বাস্থ্য অধিদপ্তরের ওএসডি হিসেবে ছিলেন। নবাগত তত্বাবধায়কের বাড়ি নওগাঁ জেলার আত্রাই উপজেলার কয়রা গ্রামে। অপরদিকে বদলিকৃত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ মাসুদ পারভেজ জেলা হাসপাতালে প্রায় সাড়ে ৩ বছর কর্মকালীন সময়ে সততা-নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।
সুনাম অর্জন করার পাশাপাশি সকলের মন জয় করে নিয়েছিলেন। বিদায়কালে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হন তিনি। তিনি বর্তমানে ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অব কিডনি হাসপাতালে যোগদান করবেন।
বিদায়কালে ডাঃ মাসুদ পারভেজ বলেন, চাঁপাইনবাবগঞ্জের সাধারণ মানুষ, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি ও সাংবাদিকগণ অনেক আন্তরিকতার সাথে সহযোগিতা করেছেন।
এ অঞ্চলের মাটি ও মানুষের মায়া যত্ন করে রেখে দেবো মনের গভীরে। দূর থেকে ভালোবেসে যাবো নিরন্তর। ভালো থাকুক প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী । আপনারাও স্মরণ রাখবেন, তার সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন।
আমি যেন আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি। এ সময় উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ মোর্শেদ আলম, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুস সামাদ, অর্থপেডিক্স বিশেষজ্ঞ ডাঃ ইসমাইল হোসেন প্রমুখ।
রাব্বি হোসেন /ই.ই
মন্তব্য করুন: