[email protected] ঢাকা | শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২
thecitybank.com

কারগারে ফ্লোরে থাকছেন রাব্বানী-রুহুল, মানতের জন্য কাটা হয়নি বাবরি চুল

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৮ জুলাই ২০২৫, ০০:৩৮

ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জে শিবির নেতা তুহিন হত্যা মামলায় জামিন নিতে এসে গতবছরের আগস্টে সরকারি মালখানা লুটপাটের মামলায় গ্রেফতার হয়ে কারাগারে আছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ও আরেক সহসভাপতি ও জেলা স্বাচিবের আহবায়ক ডা. গোলাম রাব্বানী।

গত বুধবার (২৩ জুলাই) রাতে তাদেরকে লুটপাটের এই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে বৃহস্পতিবার (২৪ জুলাই) তাদেরকে কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, জেলা আওয়ামী লীগের শীর্ষ এই দুই নেতাকে কারাগারে সাধারন কয়েদিদের সাথে ফ্লোরে রাখা হয়েছে। তাদেরকে ভিআইপি কোন সুবিধা দেওয়া হয়নি। তবে জেলখানায় নতুন কোন আসামী কারাগারে আসলে তাদের মাথার ‍চুল ছোট করে দেওয়া হয়। কিন্ত ডা. গোলাম রাব্বানীর বাবরী চুল কাটা হয়নি। কারাগার কর্তৃপক্ষকে ডা. গোলাম রাব্বানী জানিয়ছেন তিনি মানতের কারনে চুল বড় করে রেখেছেন। এজন্য কারা কর্তৃপক্ষ তার চুল ছোট করেননি।

এই বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেল সুপার আমজাদ হোসেন জানান, ডা. গোলাম রাব্বানী ও রুহুল আমীনকে সাধারন ওর্য়াডে রাখা হয়েছে। এছাড়া ধর্মীয় বিশ্বাসের কারনে ডা. গোলাম রাব্বানীর বাবরি চুল কাটা হয়নি বলেও জানান তিনি।

প্রসঙ্গত, ২০১৫ সালে সংঘঠিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় উচ্চ আদালত থেকে ৮ সপ্তাহের আগাম জামিন পান রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানী। গত বুধবার (২৩ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো: মিজানুর রহমানের আদালতে আসামিরা জামিনের আবেদন করলে উভয় পক্ষের শুনানী শেষে আগামী ২৮ তারিখ মামলার পরবর্তী শুনানীর জন্য দিন ধার্য করেন। আসামীদের রিমান্ড না দিয়ে পরবর্তীতে দিন ধার্য করায় আদালত চত্বরে জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা উত্তেজিত হয়ে পড়ে এবং আবারো মুহু মুহু স্লোগান দিতে থাকেন। তবে তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন পুলিশ। পরে দুপুর আড়াইটার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানের নেতৃত্বে তাদেরকে আদালতের এজলাস থেকে বের করে নিয়ে আসা হয়। এই সময় উত্তেজিত জামায়াত ও শিবিরের নেতাকর্মীরা ডা. গোলাম রাব্বানী ও রুহুল আমিনকে উদ্দেশ্য করে পচা ডিম ছুড়ে মারে এবং পুলিশ দ্রুত গাড়িতে করে থানার উদ্দেশ্যে রওনা দেয়। পরে সেদিনই রাতেই গত বছরের মালখানা লুটপাটের মামলায় গ্রেফতার করা হয়েছে এবং তারপরের দিন আদালতের মাধ্যমে জেল হাজতে তাদের প্রেরণ করা হয়।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর