[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

জুলাই আন্দোলনে আহতদের জন্য প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার: আসিফ মাহমুদ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১২ আগষ্ট ২০২৫, ১৯:০৮

ছবি: সংগ্রহীত
জুলাই আন্দোলনে আহত ও তাদের পরিবারের জন্য বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে সরকার। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া মঙ্গলবার (১২ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেছেন। এবারের দিবসের প্রতিপাদ্য ‘প্রযুক্তি-নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’।
 
এবারের যুব দিবসের প্রতিপাদ্য তুলে ধরে উপদেষ্টা বলেন, সরকার ইতোমধ্যে সেমিকন্ডাকটর শিল্প, কৃত্রিম বুদ্ধিমত্তা, স্টার্টআপ ইকোসিস্টেম, ইন্টারনেট খরচ কমানোসহ আধুনিক প্রযুক্তি খাতের উন্নয়নে নানা পদক্ষেপ নিয়েছে। ই-স্পোর্টসকেও আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয়েছে।
 
তিনি বলেন, সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রেখেছে। বিভিন্ন প্রশিক্ষণে তরুণ উদ্যোক্তাদের প্রাধান্য দেয়া হচ্ছে। আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে তরুণরাই মূল চালিকাশক্তি বলেও মন্তব্য করেন তিনি।
 
আসিফ মাহমুদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে প্রযুক্তিনির্ভর ও উদ্ভাবনী শক্তির মাধ্যমে তরুণরাই হবেন নতুন বাংলাদেশের মূল চালিকাশক্তি।
 
তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় ৬৩ শতাংশেরই বয়স ৩৫ বছরের নিচে। এই বিপুল তরুণ জনগোষ্ঠীই দেশের সবচেয়ে বড় সম্পদ। এই সুযোগ একবারই আসে। তাই প্রশিক্ষণ ও আত্মকর্মসংস্থানে এগিয়ে এসে তরুণদেরই দেশের উন্নয়নের নেতৃত্ব নিতে হবে।
 
উপদেষ্টা আষিফ মাহমুদ বলেন, ২০২৫ সালের জুন পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মসূচিতে ৭৪ লাখ যুবক-যুবতী প্রশিক্ষণ নিয়েছেন এবং বিভিন্ন ঋণ কর্মসূচিতে ১১ লাখের বেশি যুবক ২৭০০ কোটি টাকার ঋণ পেয়েছেন। এছাড়া ২৪ লাখের বেশি প্রশিক্ষণপ্রাপ্ত যুবক আত্মকর্মসংস্থানে যুক্ত হয়েছেন।
 
অনুষ্ঠানে সফল উদ্যোক্তা ও সমাজকল্যাণে বিশেষ অবদান রাখায় ১৬ জনকে জাতীয় যুব পুরস্কার তুলে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
 
ডেস্ক/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর