[email protected] ঢাকা | মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে কিশোর গ্যাংয়ের ৪ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫

আসাদুল্লাহ সনি, নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৩, ০৪:০১

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কিশোর গ্যাংয়ের ০৪ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র‍্যাব-৫। রবিবার (২৩ জুলাই) রাত সারে ১২ টার দিকে উপজেলার শিবগঞ্জ বাররশিয়া মনাকষা রোড থেকে তাদের গ্রেফতার করা হয়।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গ্রেফতারকৃতরা শিবগঞ্জ উপজেলার, মোঃ জামাল উদ্দিনের ছেলে মোঃ ফাইজুর রহমান নাদিম (২০) আব্দুস সালামের ছেলে মোঃ রনি আহম্মেদ (১৯) মোঃ ইউসুফ আলীর ছেলে মোঃ মিমতিয়াজ (১৯) মোঃ ইদু আলীর ছেলে মোঃ শিমুল ওরফে রাজু (২৪)।

এ সময় তাদের কাছ থেকে, ১টি স্টিলের হাতল যুক্ত চাইনিজ কুড়াল অতিরিক্ত ০১টি স্টিলের হাতল ১টি প্লাস্টিকের বাটযুক্ত ছোট কাঁচি, ০৪ গ্রাম কাগজে মোড়ানো গাঁজা ০৪ পুরিয়া জব্দ করেন।

এছাড়া র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে আরোও জানা যায়, অভিযান পরিচালনা করেন সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ কাম্পের কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একটি অভিযানিক দল।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর