[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২
thecitybank.com

পুলিশ সুপারসহ ৪ কর্মকর্তার বিরুদ্ধে বিএনপি নেত্রীর মামলার আবেদন

নিজস্ব প্রতিনিধি:

প্রকাশিত:
২৩ জুলাই ২০২৫, ০১:১৬

জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জে গ্রেফতারের পর নির্যাতনের অভিযোগ এনে জেলা পুলিশ সুপারসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেছেন বিএনপি নেত্রী ও ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহনাজ খাতুন।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে ভোলাহাট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলার এ আবেদন করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শফিকুল ইসলাম বুলু।

মামলার আসামিরা হলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম এবং সদর মডেল থানার ওসি মতিউর রহমান।

আবেদনে অভিযোগ করা হয়, গত ২৮ জুন রাতে বিএনপি নেত্রী শাহনাজ খাতুনকে গ্রেফতার করে পুলিশ। পরে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে বিবস্ত্র করে শ্লীলতাহানির পাশাপাশি বেত্রাঘাত ও শারীরিক নির্যাতন চালানো হয়। এ সময় তার কাছ থেকে ৮ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ও লকেট ছিনিয়ে নেয়ার অভিযোগও আনা হয়। পরে তাকে অজ্ঞাত এক পরিত্যক্ত ঘরে আটকে রেখে পুনরায় নির্যাতন করা হয়। ১২ দিন কারাভোগের পর গত ১০ জুলাই জামিনে মুক্ত হন তিনি।

আইনজীবী জানান, আদালত মঙ্গলবার কোনো আদেশ না দিয়ে সাক্ষীদের বুধবার (২৩ জুলাই) হাজির করার নির্দেশ দিয়েছেন। এরপর আদালত সিদ্ধান্ত দেবেন।

অন্যদিকে, শাহনাজ খাতুনের বিরুদ্ধে ওঠা নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন পুলিশ সুপার মো. রেজাউল করিম।

তিনি বলেন, ‘এক নারী তার স্বামীকে গরম ডাল দিয়ে ঝলসে দিয়েছিলেন। সেই মামলায় উসকানিদাতা ও অন্যতম আসামি হিসেবে নিয়মমাফিক তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয়। মেডিকেল পরীক্ষাও করা হয়েছে। আদালতে হাজিরের সময়ও তাকে নির্যাতনের কোনো অভিযোগ করেননি তিনি। এ ধরনের অভিযোগ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। এটি হয়তো আলোচনায় আসা কিংবা পুলিশকে বিব্রত করতে করা হয়েছে।’

তবে, তার মামলা করার অধিকার রয়েছে বলেও মন্তব্য করেন পুলিশ সুপার।

জা.আ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর