[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জে ৮ মোটরসাইকেলসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৯:৩৫

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক বাড়িতে অভিযান চালিয়ে ৮টি চোরাই  মোটরসাইকেল উদ্ধার করেছে  সদর মডেল থানা পুলিশ। যার মূল্য প্রায় ৬ লাখ ৩২ হাজার টাকা। 
 
 গত রোববার রাতে শিবগঞ্জ উপজেলার তারাপুর-মোন্নাপাড়ার পলাতক আসামী মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। 
 
গতকাল সোমবার দুপুরে  জেলা পুলিশ প্রশাসনের পাঠানো  প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।  জানা গেছে, রোববার রাতে মোটরসাইকেল চুরি ও বিক্রির সঙ্গে জড়িত রাহাত আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করে পুলিশ।  
 
গ্রেফতারকৃত রাহাত দাদনচক আরাজী-চৌকা গ্রামের শামীম উদ্দীনের ছেলে। তার দেয়া তথ্যের ভিত্তিতে ওই রাতেই মামলার তদন্ত কর্মকর্তা এসআই হরেন্দ্রনাথ দেবদাশের নেতৃত্বে পুলিশের একটি দল মোহাম্মদ আলীর বাড়িতে অভিযান চালায়। 
 
এ সময় তার বাড়ি থেকে ৮ টি বিভিন্ন কোম্পানী ও মডেলের মোটরসাইকেল উদ্ধার করে।  অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  এ.এন.এম. ওয়াসিম ফিরোজ জানান, গত ২৭ জুলাই গোমস্তাপুর উপজেলার শুক্রাবাড়ী মুক্তাগাতি ক্লাবে জনতার হাতে আটক হয় ২ মোটরসাইকেল চোর। 
 
এরা হলেন- শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের দাদনচক আদিনা কলেজপাড়ার জালাল উদ্দীনের ছেলে সোহেল রানা (২৩) ও বাবুর ছেলে মোঃ শিহাব (২১)। 
 
পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করলে রিমান্ড মঞ্জুর করেন বিচারক। 
 
পরবর্তীতে সোহেল রানা ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন এবং তার দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ রাহাতকে গ্রেফতার করে। পরবর্তীতে রাহাতের দেয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদ আলীর বাড়ি থেকে চোরাই মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। তারা ৪ জনই মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য।
 
 
রাব্বি হোসেন/ ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর