[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

শিবগঞ্জের হত্যা মামলার আসামী ঢাকা থেকে গ্রেফতার

উপজেলা সংবাদদাতা:

প্রকাশিত:
১১ আগষ্ট ২০২৫, ১৯:৪৫

ছবি: সংগ্রহীত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঞ্চল্যকর রফিকুল ইসলাম হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামী মোঃ পারুল হক (৪০)  কে মিরপুর মডেল থানাধীন কল্যাণ নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করেছে র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং র‌্যাব-৪ সিপিসি সদর, মিরপুর। 
 
 গতকাল সোমবার দিবাগত রাতে যৌথ অভিযান চালিয়ে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুরের রফিকুল হত্যা মামলার ৩নং আসামীকে গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতারকৃত মোঃ  পারুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুরের মোঃ  আহসান আলীর ছেলে। উল্লেখ্য, আসামীসহ বাদীপক্ষ একই পাড়ার অধিবাসী। তাদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।  
 
ঘটনার দিন ৯ জুন  রাত ৮ টার দিকে বাদী শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউপিস্থ বাবুপুর চালকিপাড়ার ইমন মোড় নামক স্থানে জনৈক জাসদ আলী’র মিলের সামনে বসে থাকাবস্থায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আসামীসহ অজ্ঞাতনামা আরো ২০/২৫ জন দলবদ্ধ হয়ে দেশীয় ধারালো অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে বাদীর কাছে এসে গালিগালাজ করে। 
 
বাদী সাইদুল ইসলাম গালিগালাজ করতে নিষেধ করলে আসামীরা ইট দিয়ে তাকে মাথায় আঘাত করলে গুরুতর আহত হন। বাদী সাইদুলকে মারপিট করতে দেখে তার চাচাতো ভাই ও ভাতিজারা এগিয়ে আসলে আসামীরা তাদেরকেও লাঠি ও লোহার রড দ্বারা মারপিট করে জখম করে।
 
 ১, ২ ও ৩নং আসামী বাদীর চাচাতো ভাই রফিকুলকে  লোহার রড দিয়ে দিয়ে প্রহার করে এবং কাতা দিয়ে মাথায় কোপ দিলে তিনি গুরুতর আহত হন। এদিকে ৪নং আসামী বাদীর চাচাতো ভাই  সেন্টুকে হত্যার উদ্দেশ্যে চাইনিজ কুড়াল দিয়ে মাথায় কোপ দিলে তিনিও জখম হন । 
 
৫নং আসামী বাদীর ভাতিজা মতিকে লোহার রড দিয়ে আঘাত করলে তার চোখে ও গালের হাড় ভেঙ্গে যায়। ৬নং আসামী বাদীর ভাতিজা রবিউল ইসলামকে হত্যার উদ্দেশ্যে চাকু দিয়ে মাথায় আঘাত করে।
 
 বাদীর ভাতিজা আসামীদের মারপিটের ফলে মাটিতে লুটিয়ে পড়লে ১নং আসামী বাদীর ভাতিজার বুকের উপর উঠে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। ৭নং আসামী বাদীর চাচাতো ভাই রাসেলকে হাসুয়া দিয়ে মাথায় কোপ মারার সময় হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতের মধ্যমা আঙ্গুল কেটে যায়। 
 
৯নং আসামী বাদীর ভাতিজা ফুজুরকেও হাসুয়া দিয়ে মাথায় কোপ  দেওয়ার সময়  ঠেকাতে গেলে তারও ডান হাতের মধ্যমা কেটে যায় । তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীগণ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও মামলা করলে প্রাণ নাশের হুমকি দেয়।
 
 পরবর্তীতে স্থানীয়রা গুরুতর ব্যক্তিদের চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় কিন্তু অবস্থা আশংকাজনক হওয়ায় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেন। 
 
বাদীর চাচাতো ভাই রফিকুল ইসলাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ১২ জুন  বিকেল ৪টার দিকে  মারা যায়। উক্ত ঘটনায় মৃত রফিকুল ইসলামের চাচাতো ভাই সাইদুল ইসলাম বাদী হয়ে ১২ জুন এজাহারনামীয় ২১ জনসহ অজ্ঞাতনামা ২০/২৫ জনকে আসামী করে শিবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
 
উক্ত মামলার প্রেক্ষিতে র‌্যাব-৫ সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এবং র‌্যাব-৪ সিপিসি সদর, মিরপুর এর যৌথ অভিযান চালিয়ে হত্যা মামলার এজাহারনামীয় পলাতক ৩নং আসামী মোঃ পারুল হককে গতকাল সোমবার দিবাগত রাত প্রায় ১টা ১০ মিনিটের দিকে  ঢাকার মিরপুর মডেল থানাধীন কল্যান নতুন বাজার এলাকা হতে গ্রেফতার করে।  গ্রেফতারকৃত আসামীকে শিবগঞ্জ  থানায় হস্তান্তর করা হয়েছে।  
 
রাব্বি হোসেন/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর