[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে শিক্ষক-কর্মকর্তাদের ইন-হাউস প্রশিক্ষণ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৯ জুলাই ২০২৫, ১৯:১৩

ছবি: সংগ্রহীত

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে দিনব্যাপী শিক্ষক-কর্মকর্তাদের জন্য ইন-হাউস প্রশিক্ষণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার কলেজের শিক্ষক মিলনায়তনে প্রশিক্ষণটিতে প্রধান অতিথি হিসেবে অনলাইনে উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) সম্মানিত মহাপরিচালক প্রফেসর ড. মোঃ জুলফিকার হায়দার।


প্রশিক্ষণ প্রোগ্রামে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

প্রধান অতিথি তার বক্তব্যে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান এবং অন্যান্য কলেজকেও তা অনুসরণ করার পরামর্শ দেন। কলেজের ৩২ জন শিক্ষক-কর্মকর্তা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

কলেজের অধ্যক্ষ প্রফেসর বিপ্লব কুমার মজুমদার বলেন তথ্য-প্রযুক্তির সাথে তাল মিলিয়ে শিক্ষাব্যবস্থার আধুনিকায়নে এ ধরনের ইন-হাউস প্রশিক্ষণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলতে থাকবে।

এ ধরনের উদ্যোগ শুধুমাত্র শিক্ষক-কর্মকর্তার মাঝেই সীমাবদ্ধ না রেখে কলেজের শিক্ষার্থী এবং কর্মচারীদের অন্তর্ভুক্ত করার ভবিষ্যৎ পরিকল্পনা ব্যক্ত করেন।প্রশিক্ষণ কার্যক্রমটি প্রাণবন্ত করার স্বার্থে কলেজের কর্মচারীদের সহযোগিতাও ছিল অসামান্য।


রাব্বি হোসেন/ই.ই

 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর