[email protected] ঢাকা | বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

বিজয় উৎসবের খাবার খেয়ে রাবিতে ৫০ শিক্ষার্থী অসুস্থ

চাপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৫, ০০:৩৮

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগ্রহীত

বিজয় উৎসবের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের প্রায় ৫০ জন শিক্ষার্থী। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকে অসুস্থতার কথা জানান। স্বৈরাচার শেখ হাসিনার পতন উপলক্ষ্যে এদিন এ আয়োজন করা হয়।

হলের শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, দুপুরে খাবার খাওয়ার পরে বিকেল থেকেই তাদের পেটের সমস্যা শুরু হয়। শিক্ষার্থীরা অভিযোগ করেন, মানসম্মতভাবে খাবার রান্না করা হয়নি, সঙ্গে রাতে রান্না করার ফলে খাবার নষ্ট হয়ে গেছে। অনেকেই অভিযোগ করেছেন খাবারের মধ্যে চুল, পোকা, মুরগির কানের অংশ পাওয়া গেছে।

হলের আবাসিক শিক্ষার্থী আব্দুর রহিম বলেন, দুপুরে খাবার খাওয়ার পর থেকেই আমার হলের অধিকাংশ শিক্ষার্থী অসুস্থ হয়ে গেছে। আমার রুমের দুজন অসুস্থ। পাশের রুমের একজন অসুস্থ। আমরা ধারণা করছি গরম অবস্থায় প্যাকেটিং করায় ডাল নষ্ট হয়ে গেছে। এ কারনে এমনটা হতে পারে।

হলের আরেক শিক্ষার্থী শাওন বলেন, ৫ আগস্টের বিজয় উপলক্ষে যে খাবার প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সে খাবার খাওয়ার পর হলের অধিকাংশ শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দিয়েছে। খাবার খাওয়ার পর থেকেই পেটে ব্যাথা, পেট ফুলে যাওয়া, মাথা ঘুরানোর মতো বিভিন্ন উপসর্গ দেখা দিয়েছে। এর ফলে আমরা চিন্তিত যে খাবারটি ঠিকভাবে রান্না বা পরিবেশন করা হয়েছে কি না, অথবা বাসি খাবার দেওয়া হয়েছে কি না।

এ বিষয়ে জানতে চাইলে বিজয়-২৪ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. জামিরুল ইসলাম বলেন, এই বিষয়ে কালকে কথা বলব। এখন আমি বিশ্রাম নিচ্ছি, ঘুমাব।

সূত্র: ঢাকা পোস্ট

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর