[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ১৪ই আগস্ট ২০২৫, ৩০শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

আয়েশা তারান্নুমের "ইয়া রাব্বে মুস্তাফা" নাশীদ রিলিজ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
৪ জুন ২০২৫, ১৯:০২

ছবি: সংগ্রহীত

দর্শক নন্দিত কণ্ঠশিল্পী ইকবাল হাসান জীবনের কন্যা আয়েশা তারান্নুমের পবিত্র হজ্জ নিয়ে "ইয়া রাব্বে মুস্তাফা" নাশীদ রিলিজ হয়েছে।

মঙ্গলবার (০৩ জুন) রাতে আয়েশা তারান্নুম ইউটিউবে এই নাশীদ রিলিজ হয়েছে। নাশীদটি মুক্তির পর বিভিন্ন শ্রোতামহলে ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। নাশীদটিতে রয়েছে প্রার্থনার গভীর আবেদন ও হৃদয়ছোঁয়া সুর। শ্রুতিমধুর সংগীতায়োজনের সঙ্গে আয়েশার কণ্ঠের নিষ্পাপ সরলতা নাশীদকে আরও আবেগঘন করে তুলেছে।

সঙ্গীতপ্রেমীরা সামাজিক মাধ্যমে আয়েশার এই কাজের ভূয়সী প্রশংসা করছেন এবং আগামীতেও তার কাছ থেকে আরও অনুরূপ মানসম্পন্ন কাজের প্রত্যাশা করছেন। অনেকে বলছেন, বাবার গায়কী উত্তরাধিকার আয়েশার কণ্ঠেও প্রতিফলিত হচ্ছে।

প্রসঙ্গে শিল্পী ইকবাল হাসান জীবন বলেন, নাশীদটি তারান্নুমের সবচেয়ে বেস্ট গায়কি। হজ্জের নাশীদটি আমার জন‍্যে আবেগ, ভালোবাসা, সৌভাগ্যের এবং প্রশান্তির একটি নাশীদ।

উল্লেখ্য, আয়েশা তারান্নুম ইতিপূর্বে যেসব নাশীদে কন্ঠ দিয়েছেন তারমধ্যে সিয়ামের দিন, কিছু কথা কিছু গান,রূহী, সুবহানাল্লাহ,নামাজ।

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর