[email protected] ঢাকা | শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২
thecitybank.com

আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন : শাকিব খান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২১ জুলাই ২০২৫, ১৭:৫৮

ছবি: সংগ্রহীত

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ১৯ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৫০ জনের বেশি। এ ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে মেগাস্টার শাকিব খান শোক প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্ট দিয়েছেন। যেখানে উল্লেখ করেন যে, ‘আল্লাহ যেন আহতদের দ্রুত সুস্থতা দান করেন।’

গভীর সমবেদনা জানাই উল্লেখ করে শাকিব বলেন, ‘রাজধানীর উত্তরার একটি শিক্ষা প্রতিষ্ঠানে মর্মান্তিক বিমান বিধ্বস্তের ঘটনায় হতাতহ সকলের প্রতি গভীর সমবেদনা জানাই।’

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় দুর্ঘটনায় পড়ে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়।

সঙ্গে সঙ্গে বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল শিক্ষার্থী ছিল বলে জানা গেছে। যাদের বেশিরভাগই হতাহত হয়েছে।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর