[email protected] ঢাকা | শনিবার, ২রা আগস্ট ২০২৫, ১৮ই শ্রাবণ ১৪৩২
thecitybank.com

পায়ে চিড় ধরলেও থামেননি সুনেরাহ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৫:৩১

সুনেরাহ বিনতে কামাল। ছবি: সংগ্রহীত

সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু হঠাৎ দুর্ঘটনা। পায়ে মারাত্মকভাবে চোট পান সুনেরাহ বিনতে কামাল। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে নাটকের শুটিং চলার সময়ে দুর্ঘটনার শিকার হন ‘ন ডরাই’খ্যাত এই অভিনেত্রী। শনিবার দুপুরে তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলোর। জানালেন, শেষ পর্যন্ত প্লাস্টার পায়ে নিয়েই শুটিং করেছেন। শনিবার ভোরে সেই নাটকের শুটিং শেষ করেছেন তিনি।

সুনেরাহ অভিনীত নতুন এই নাটকের নাম ‘সাত দিনের প্রেম’। রাইসুল তমালের পরিচালনায় নাটকে তাঁর সহশিল্পী আরশ খান। কথা প্রসঙ্গে সুনেরাহ বললেন, ‘কীভাবে যে কী ঘটে গেল, টেরই পাইনি। আনন্দ নিয়েই আমরা শুটিং করছিলাম। রাস্তায় সেদিনের শুটিংয়ে একটি দৃশ্যের জন্য দৌড় দিতে যাওয়ার প্রয়োজন পড়ে। এ সময় লাইটস্ট্যান্ডে পায়ের ধাক্কা লাগে। এতে রাস্তায় পড়ে যাই। আমার হাঁটুর চামড়া ছিলে যায়। শুরুতে খুব একটা গুরুত্ব দিইনি। তাৎক্ষণিকভাবে ব্যান্ডেজ লাগিয়ে শুটিং করি। বাসায় ফেরার পর ব্যথা বাড়তে থাকে। এরপর চিকিৎসকের সঙ্গে কথা বলে জানতে পারি, পায়ে চিড় ধরেছে। তারপর পায়ে প্লাস্টার করতে হয়।’

চিকিৎসক সুনেরাহকে এক সপ্তাহের বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু তা উপেক্ষা করে তিনি ঠিকই শুটিং করেছেন। এই অভিনেত্রী বলেন, ‘যদিও ব্যথা ছিল, কিন্তু কাজটা শেষ করায় পরিচালকের স্বস্তি হয়েছে। আমার কারণে কাজটা আটকে থাকুক, তা একেবারে চাইনি। আমি যখন কোনো কাজ হাতে নিই, চেষ্টা থাকে সর্বোচ্চ ডেডিকেশন দিয়ে করার। এই কাজটার ক্ষেত্রেও তেমনটাই করেছি। তবে প্লাস্টারসহ পা নিয়ে শুটিংয়ের ক্ষেত্রে বেশ কৌশল অবলম্বন করতে হয়েছে। যাতে কোনো কিছু না বোঝা যায়।’

‘সাত দিনের প্রেম’ নাটকের শুটিং শেষে এখন পুরোপুরি স্বস্তিতে আছেন সুনেরাহ। এখন থেকে পূর্ণ বিশ্রামে আছেন বলে জানালেন। সপ্তাহখানেক পর পায়ের প্লাস্টার খোলার পর এমআরআই করবেন, এরপর পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে জানালেন সুনেরাহ। আরশ খান ও সুনেরাহ এর আগেও একাধিক নাটকের অভিনয় করেছেন। সহশিল্পী প্রসঙ্গে বললেন, ‘আমাদের পর্দায় ন্যাচারাল লাগে। অনেকের কাছ থেকে এমনটা শুনেছি। সত্যিই বলতে, ওর সঙ্গে শুটিংটাও দারুণ হয়। আমরা বেশ আনন্দ নিয়েই কাজ করি। আমাদের একটা সুন্দর জুটি তৈরি হয়েছে। সামনেও হয়তো আমাদের আরও কাজ হবে।’

ডেস্ক/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর