প্রকাশিত:
৯ জুলাই ২০২৫, ১৭:৩৪
চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২১ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ২১ জনের মধ্যে ১২ জন পুরুষ, ০৮ জন মহিলা ও ০১ জন শিশু রয়েছেন।
২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।
জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার (০৮ জুলাই) জানানো হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৫৮ জন। তাদের মধ্যে ২৩ জন পুরুষ ও ২৭ জন মহিলা এবং ০৮ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ২৩ জনকে। এই ২৩ জনের মধ্যে ১৩ জন পুরুষ, ০৯ জন মহিলা ও ০১ জন শিশু রয়েছেন। এছাড়া রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতালে ০২ জনকে রের্ফাড করা হয়েছে। এদের মধ্যে ০২ জন পুরুষ রয়েছে।
বর্তমানে ভর্তি আছেন ৫৪ জন। এই ৫৪ জনের মধ্যে ২০ জন পুরুষ, ২৬ জন মহিলা ও ০৮ জন শিশু রয়েছেন।
চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ৮২৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হন। এছাড়া বহিবিভাগে গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৭ জন এবং চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৯৬ জন।
এম.এ.এ/ই.ই
মন্তব্য করুন: