[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় ৪৪ জন ডেঙ্গুতে আক্রান্ত

Ashik

প্রকাশিত:
২২ জুলাই ২০২৫, ১৯:১২

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে হাসপাতালে নতুন ভর্তি আছে ৪৪ জন।। গত ২৪ ঘন্টায় নতুন করে ১৭ জনকে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ১৭ জনের মধ্যে ৮ জন পুরুষ, ৭ জন মহিলা ও ২ জন শিশু রয়েছেন। এছাড়া হাসপাতালটির বহিবির্ভাগে গত ২৪ ঘন্টায় নতুন করে ২৭ জন রোগী শনাক্ত হয়েছে।

২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে।

জেলা হাসপাতালের প্রতিদিনের প্রতিবেদনে মঙ্গলবার (২২ জুলাই) জানানো হয়েছে, পূর্বের মোট ভর্তি রোগী ছিলেন ৬৫ জন। তাদের মধ্যে ৩৬ জন পুরুষ, ২০ জন মহিলা এবং ৯ জন শিশু ছিলেন। একই সময়ে ছাড়পত্র দেয়া হয়েছে ১৯ জনকে। এই ১৯ জনের মধ্যে ১০ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১ জন শিশু রয়েছেন। এছাড়া ২৪ ঘন্টায় একজনকে রের্ফাড করা হয়েছে।

বর্তমানে ভর্তি আছেন ৬২ জন। এই ৬২ জনের মধ্যে ৩৪ জন পুরুষ, ১৮ জন মহিলা ও ১০ জন শিশু রয়েছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে ১২০৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হন এবং এখন পর্যন্ত বহির্বিভাগে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৭৫৩জন।

এম.এ.এ/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর