প্রকাশিত:
৭ জুলাই ২০২৫, ১৯:৫৩
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ না থাকার অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, "জামায়াতে ইসলামী নির্বাচন পেছাতে চায় না, বরং একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ চায়।"
সোমবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এ উদ্যানেই আগামী ১৯ জুলাই জাতীয় মহাসমাবেশের আয়োজন করতে যাচ্ছে জামায়াতে ইসলামী।
গোলাম পরওয়ার বলেন, “সরকারের ভূমিকার কারণে সাধারণ জনগণ নিরপেক্ষ নির্বাচন নিয়ে আশ্বস্ত হতে পারছে না। এখনো পর্যন্ত নির্বাচনের জন্য সমতাভিত্তিক পরিবেশ সৃষ্টি হয়নি।”
তিনি জানান, জাতীয় নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, নির্বাচন পদ্ধতিতে প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতি চালু করা এবং প্রয়োজনীয় রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার ও বিচার কার্যক্রম দৃশ্যমান করাই হবে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশের প্রধান দাবি।
জামায়াতের এই নেতা দেশের সব শ্রেণি-পেশার মানুষকে মহাসমাবেশে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “এই সমাবেশ হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মঞ্চ।”
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: