[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চট্টগ্রামে ছাত্রদলের বিক্ষোভ

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৪ জুলাই ২০২৫, ২০:১২

ছবি: সংগ্রহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও গুপ্ত সংগঠন কর্তৃক মব সৃষ্টির অপচেষ্টা এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করেছেন মহানগর ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (১৪ জুলাই) এই বিক্ষোভ মিছিলে শত শত নেতাকর্মী অংশ নেন।

বিক্ষোভ মিছিল শেষে চট্টগ্রাম মহানগর শাখা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল আলম বলেন, ৫ আগস্ট পরবর্তী একটা গুপ্ত সংগঠন শিক্ষাপ্রতিষ্ঠানে মব তৈরি করে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করে শিক্ষার পরিবেশ বিনষ্ট করছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা প্রোপাগান্ডার ভিত্তিতে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করার যে অপচেষ্টা করতেছে এজন্য জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিটি ক্যাম্পাসে এবং রাজপথে সজাগ আছে। চট্টগ্রামের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠু পরিবেশ রাখতে ছাত্রদল বদ্ধপরিকর।

গণতন্ত্র প্রতিষ্ঠায় জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে আন্দোলন সংগ্রামে থাকে ঠিক তেমন গত জুলাই আন্দোলনে চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ওয়াসিম ১৬ জুলাই ২০২৪ এ ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন।

মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরিফুল ইসলাম তুহিন বলেন, গোপন তৎপরতায় দীর্ঘদিন গুপ্ত অবস্থায় মব সৃষ্টির মাধ্যমে সারাদেশে যে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলতেছে তার বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে সজাগ। যে কোনো কিছুর বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের পক্ষে ছাত্রদল পাশে থাকবে। পাশাপাশি দেশের সাধারণ জনগণের পাশে থাকবে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ক্ষেত্রে ছাত্রদল সর্বদা রাজপথে আছে।দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে ছাত্রদল বিগত ১৭ বছর যে আন্দোলন সংগ্রাম করেছে অতীতের ন্যায় ভবিষ্যতে ও রাজপথে থাকবে।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- চট্টগ্রাম মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তানভীর, সালাহউদ্দিন শাহেদ, সামিয়াত আমিন জিসান, জিএম সালাহউদ্দিন কাদের আসাদ, আরিফুর রহমান (মাস্টার আরিফ), জহির উদ্দীন বাবর, আরিফুর রহমান মিঠু, শহিদুল ইসলাম সুমন, সাব্বির আহমেদ, এম এ হাসান বাপ্পা, খন্দকার রাজীবুল হক বাপ্পী, মোহাম্মদ ইসমাইল,মো. আনাছ, জাহেদ হোসেন খাঁন জসি, নুর নবী মহররম, নুর জাফর নাইম রাহুল, ফখরুল ইসলাম শাহীন।

সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইমরান হোসেন বাপ্পী, আবু কাউসার, আল মামুন সাদ্দাম, দেলোয়ার হোসেন শিশির, কামরুল হাসান আকাশ, এনামুল হক, আবু হাসনাত জুয়েল, আব্বাস উদ্দীনসহ থানা, কলেজ ও ওয়ার্ড পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর