[email protected] ঢাকা | বৃহঃস্পতিবার, ৭ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে: আখতার হোসেন

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৬:৫৩

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, গোপালগঞ্জে তাদের কর্মসূচিতে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হামলা চালিয়েছে।

এনসিপি’র ‘মার্চ টু গোপালগঞ্জ’ কর্মসূচিতে হামলার পর দলের নেতারা ‘একটি ভবনে’ নিরাপদে আছেন বলে জানিয়েছেন এনসিপির এই নেতা।

তিনি বলেন, “জেলা প্রশাসক কার্যালয়ের পাশে স্থানীয় একটি ভবনে অবস্থান নিয়েছে এনসিপির কেন্দ্রীয় নেতারা। মাঠে আমাদের কর্মীরা প্রতিরোধ অব্যাহত রেখেছে”।

“আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি চালাচ্ছে, তারা বিস্ফোরণ ঘটাচ্ছে। শুরুর দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নির্লিপ্ত অবস্থায় দেখেছি। এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। কিন্তু মসজিদের মাইকগুলোতে ঘোষণা দিয়ে সন্ত্রাসীদের একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছে।”

“আমাদের নেতাকর্মীরা প্রতিরোধের মানসিকতা নিয়ে আছে। প্রতিরোধের মধ্য দিয়েই আমরা এখান থেকে অন্যত্র রওনা দেবো,” বলেন তিনি।

এনসিপি নেতাদের কেউ আহত হয়েছেন কি না জানতে চাইল আখতার আরোও বলেন, এই হামলায় শীর্ষ কেন্দ্রীয় নেত্রীবৃন্দের কেউ এখনো আহত হয়নি।

সূত্র: বিবিসি বাংলা

ডেস্ক/আআ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর