প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ১৮:১৩
শহীদ আবু সাঈদকে স্মরণ করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তোমাদেরকে কথা দিতে পারি- তোমাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে চেষ্টা করব, ইনশাআল্লাহ। তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়।
বুধবার (১৬ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে স্ট্যাটাসে তিনি বলেন, আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী আজ। ভালোবাসা, শ্রদ্ধা এবং কৃতজ্ঞতায় তাকে স্মরণ করছি।
পাশাপাশি, তার সঙ্গে বুক চিতিয়ে জাতিকে জীবন ফিরিয়ে দিতে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদেরকেও একইভাবে স্মরণ করছি।
তোমাদের সঙ্গে বেইমানি করা সম্ভব নয়। জাতি যেন একবার তাদের দিকে ফিরে তাকায়, নিজের দায়িত্ব বুঝে নেয়।
গত বছরের ১৬ জুলাই দুই হাত ছড়িয়ে বুলেটের সামনে দাঁড়িয়ে শহীদ হয়েছিলেন নিরস্ত্র আবু সাঈদ। যা পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের মধ্যেই শুধু নয়, দাবানলের মতো ছড়িয়ে পড়েছিল দেশের প্রতিটি মুক্তিকামী মানুষের মধ্যে। সেই আবু সাঈদের প্রথম শাহাদাতবার্ষিকী আজ।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: