প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ২১:১৩
জুলাই শহীদ দিবস ও ২০২৪ সালের ১৬ জুলাই সংঘটিত গণহত্যার বিচার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে পদযাত্রা ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ।
বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টায় চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তি মোড় থেকে একটি পদযাত্রা বের হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে রাস্তা অবরোধ করে সংক্ষিপ্ত সময়ের জন্য বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।
পদযাত্রায় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার ভারপ্রাপ্ত সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতি, সাংগঠনিক সম্পাদক অলিদ হাসান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি অহেদুজ্জামান সাঈম, নেতা রাতুন হাসান নিশান, মোস্তাসিন বিশ্বাস, রুমনসহ গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এই সময় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণহত্যা একটি কালো অধ্যায়। এর বিচার আজও হয়নি। এই বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। ইতিহাস বিকৃতি ও শহীদদের অবমাননার বিরুদ্ধে আমাদের আন্দোলন চলবে।
পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করে নেতাকর্মীরা স্থান ত্যাগ করেন।
প্রতিনিধি/আ.আ
মন্তব্য করুন: