প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ২১:১৯
জাতীয় সমাবেশ সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বুধবার(১৬জুলাই) বিকেল ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে শান্তিমোড়, মেডিকেল মোড় থেকে পুরাতন বাজার এবং নিউমার্কেট, সেন্টু মার্কেট ও ক্লাব সুপার মার্কেট এলাকায় তিনটি পৃথক গ্রুপে বিভক্ত হয়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কর্মসূচিতে জামায়াত নেতৃবৃন্দ ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে উপস্থিতি নিশ্চিত করে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনগণকে উদ্বুদ্ধ করেন। তারা জানান, চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রায় ৯০ থেকে ১০০টি বাসে নেতাকর্মীরা সমাবেশে অংশ নিতে যাবেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সাবেক মেয়র মো: নজরুল ইসলাম, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা আমীর মাওলানা আবুজার গিফারী, জেলা নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, জেলা সেক্রেটারি অধ্যাপক আবু বকর, শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী অঞ্চল পরিচালক আব্দুস সবুর, জেলা সভাপতি অধ্যাপক মোজাম্মেল হক, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আমীর হাফেজ গোলাম রাব্বানী, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, পৌরসভা নায়েবে আমীর শফিক এনায়েতুল্লাহসহ প্রমুখ।
প্রতিনিধি/ই.ই
মন্তব্য করুন: