[email protected] ঢাকা | বুধবার, ৬ই আগস্ট ২০২৫, ২২শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

জাতীয় সমাবেশ সফল করতে নাচোলে জামায়াতের প্রচার মিছিল

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
১৬ জুলাই ২০২৫, ২২:২৩

প্রচার মিছিলে নাচোল জামায়াতের নেতারা। ছবি; সংগ্রহীত

আগামী ১৯ জুলাই অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর আমীর মনিরুল ইসলামের নেতৃত্বে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নাচোল পৌর জামায়াতের উদ্যোগে আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় এ প্রচার মিছিল ও পথসভার আয়োজন করা হয়। আয়োজিত এ কর্মসূচিতে জামায়াতের পৌর ওয়ার্ডের নেতা কর্মীদের ও স্থানীয় জনগণের অংশগ্রহণে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক মুখর হয়ে ওঠে গণদাবির স্লোগানে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পৌর আমীর মনিরুল ইসলাম বলেন, “আমাদের ৭ দফা শুধু শ্রমিকের স্বার্থ নয়, এটি পুরো জাতির মুক্তির দিকনির্দেশনা। জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়, তা নিশ্চিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে পৌর নায়েবে আমির ডা. রফিকুল ইসলাম বলেন, ‘দেশের গণতন্ত্র আজ গভীর সংকটে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে হলে বৃহত্তর জাতীয় ঐক্যের বিকল্প নেই। ১৯ জুলাইয়ের সমাবেশ সেই ঐক্যের কেন্দ্রবিন্দু হবে।’

তিনি বলেন, ‘সরকারি নিপীড়ন ও ষড়যন্ত্র উপেক্ষা করে শ্রমিক-কর্মজীবী মানুষের পক্ষ থেকে আমাদের এই পদক্ষেপ চলমান থাকবে। এ লড়াই একটি ন্যায্য ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলন।’

মিছিলটি নাচোল মধ্য বাজার থেকে শুরু করে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসস্ট্যান্ড চত্বরে পথসভার মধ্য দিয়ে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

প্রতিনিধি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর