[email protected] ঢাকা | মঙ্গলবার, ৫ই আগস্ট ২০২৫, ২১শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

বাংলার মাটিতে ভারতীয় আগ্রাসন মেনে নেওয়া হবে না : রাশেদ প্রধান

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৬:২৬

ছবি: সংগ্রহীত

জাতীয় গণতান্ত্রিক পার্টির সহ-সভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বলেছেন, বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না।

আজ (শনিবার) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন তিনি।

রাশেদ প্রধান বলেন, গত বছর ফ্যাসিস্ট শেখ হাসিনা একটা সুর তুলেছিলেন। তিনি বলেছিলেন রাজাকার। সেই এক আন্দোলনে দিল্লির তিলক মালি মুখ্যমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বাংলা ছেড়ে দিল্লি পালিয়ে যেতে হয়েছিল। নতুন করে আবার রাজাকার শব্দটা উত্থাপন করা হচ্ছে। ইতিহাস থেকে শিক্ষা নিন। ভুল করবেন না।

তিনি আরও বলেন, নতুন করে আওয়ামী লীগের স্লোগান তুলে ধরবেন না। আপনাদেরও জনতা বাংলা থেকে বিতাড়িত করে দেবে। আগামীর বাংলাদেশে আমরা বৈষম্য দেখতে চাই না। বাংলাদেশে আমরা ভারতীয় আধিপত্যবাদ দেখতে চাই না। আগামীর বাংলাদেশে আমরা চাঁদাবাজি ও পাথর দিয়ে হত্যা দেখতে চাই না।


রাশেদ প্রধান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে পদ্ধতিতে ভোট ও প্রবাসীদের ভোটাধিকার আদায়ের কথা বলছে, সেই দাবির সাথে আমার দল একমত। একইসাথে আমরা দুটি দাবি উত্থাপন করছি— বাংলার মাটিতে আওয়ামী লীগের রাজনীতি চলবে না৷ চলতে দেওয়া হবে না৷ তাদের নিষিদ্ধ করতে হবে৷ দ্বিতীয়ত ভারত থেকে পুশ ইন হচ্ছে। সীমান্তে হত্যা হচ্ছে৷ অতীতে আমার দেশের ফলাফল ওদিক থেকে নির্ধারণ হয়েছে৷ সুতরাং সকল মজলুমকে একত্রিত হতে হবে৷ বাংলার মাটিতে ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসন মেনে নেওয়া হবে না৷ আগামীর বাংলাদেশ হবে ইসলাম ও কোরআনের বাংলাদেশ৷

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর