প্রকাশিত:
১৯ জুলাই ২০২৫, ১৬:৪৬
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় মহাসমাবেশকে কেন্দ্র করে অংশগ্রহণকারীদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতে রাজধানীতে ১৫টি স্পটে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছে ‘ন্যাশনাল ডক্টরস ফোরাম’।
শনিবার (১৯ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এ সেবা কার্যক্রম সোহরাওয়ার্দী উদ্যান ও এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে। সমাবেশস্থল কেন্দ্র করে শাহবাগ, টিএসসি, কাকরাইল, মৎস্য ভবনসহ মোট ১৫টি গুরুত্বপূর্ণ পয়েন্টে মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে।
ন্যাশনাল ডক্টরস ফোরামের একাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী এসব ক্যাম্পে দায়িত্ব পালন করছেন। তারা প্রাথমিক চিকিৎসা, প্রেসার ও সুগার চেকআপ, সাধারণ ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ দিচ্ছেন।
রাজধানীর মৎস্যভবন মোড়ের ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিচ্ছেন ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো মেডিসিনের রেসিডেন্ট ফিজিশিয়ান জাহিদুল ইসলাম৷ ঢাকা পোস্টের সঙ্গে কথা হলে তিনি বলেন, “বড় সমাবেশে অংশ নেওয়া মানুষদের স্বাস্থ্যগত ঝুঁকি এড়াতে আমাদের এই সেবা উদ্যোগ। গরম, রোদের ধকল, পানিশূন্যতা কিংবা উচ্চ রক্তচাপজনিত সমস্যা হতে পারে— এসব মাথায় রেখেই আমরা চিকিৎসা সেবা দিচ্ছি।”
তিনি আরও বলেন, “আমরা সকাল থেকে বিকেল পর্যন্ত এই ক্যাম্পগুলো চালু রাখছি। শুধু জামায়াতপন্থি নয়, আশপাশের সাধারণ মানুষও চাইলে আমাদের সেবা নিতে পারছেন।”
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য এই জাতীয় সমাবেশ ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদের ভিড়ে গোটা শাহবাগ ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হয়েছে।
ডেস্ক/ই.ই
মন্তব্য করুন: