[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা গণঅধিকার পরিষদের

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৪ জুলাই ২০২৫, ১৮:৪৫

ছবি: সংগ্রহীত

আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩৬ আসনে প্রাথমিক প্রার্থী ঘোষণা করেছে গণঅধিকার পরিষদ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) রাজধানীর পল্টনে জামান টাওয়ারে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়।

প্রাথীদের মধ্যে দলটির সভাপতি নুরুল হক নুর (পটুয়াখালী -৩), সাধারণ সম্পাদক রাশেদ খান (ঝিনাইদহ -২), সহ-সভাপতি ফারুক হাসান ঠাকুরগাঁও -২, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, নেত্রকোণা -২, আবু হানিফ কিশোরগঞ্জ -১, উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান টাঙ্গাইল - ২, উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজিব রংপুর -০১, শহিদুল ইসলাম ফাহিম পটুয়াখালী -১, আব্দুজ জাহের নোয়াখালী -০৪, নুরে এরশাদ সিদ্দিকী কুড়িগ্রাম -০৩,আশরাফুল বারী নোমান হবিগঞ্জ -০৩, খালিদ হাসেন খুলনা- ০৫, আবদুর রহমান গাজীপুর - ০২, কবীর হোসেন টাঙ্গাইল- ৬, গোলাম সরওয়ার খান জুয়েল পাবনা-২, মনজুর মোর্শেদ মামুন চট্টগ্রাম -১৪, তোফাজ্জল হোসেন টাঙ্গাইল- ৭, মোহাম্মদ জাহিদুর রহমান মুন্সিগঞ্জ -১, জাহিদুর রহমান সিলেট -৬, শফিকুল ইসলাম শফিক কিশোরগঞ্জ -২, আব্দুল কাদের প্রাইম কক্সবাজার -১, শেখ শওকত হোসেন ঢাকা -১৯, ইব্রাহিম রওণক ঢাকা-০৫, কামরুন নাহার ডলি চট্টগ্রাম-০৯, মো. শাহজাহান রাজশাহী -০১, মো. সুরুজ্জামান গাইবান্ধা-০৩, সোহাগ হোসাইন বাবু নীলফামারী-০৩, ব্যারিস্টার মহিউদ্দিন ইউসুফ বরগুনা-০১, মুনতাজুল ইসলাম সাতক্ষীরা-০১, ডা. এমদাদুল হাসান চট্রগ্রাম -১২, মো. ইমরান খান রাসেল পিরোজপুর-০৩, ওয়াহেদুর রহমান মিল্কি নারায়ণগঞ্জ -০৩, মিজানুর রহমান ভূঁইয়া ঢাকা-১৩, মোহাম্মদ ইলিয়াস হোছাইন মানিকগঞ্জ- ০১, রবিউল হাসান পটুয়াখালী -০৪ ও নাছরিন আক্তার লাকী চট্রগ্রাম -০৩।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর