[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

এক বছরেও শহীদ পরিবারের সঙ্গে বসতে না পারা সরকারের বড় ব্যর্থতা : সারজিস

চাঁপাই জার্নাল ডেস্ক:

প্রকাশিত:
২৭ জুলাই ২০২৫, ১৬:২৭

ছবি: সংগ্রহীত

জুলাই বিপ্লবের এক বছরের মধ্যেও অন্তত একবার শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করতে না পারাকে সরকারের জন্য ‘সবচেয়ে বড় ব্যর্থতা’ হিসেবে আখ্যায়িত করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।


শনিবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের নিজস্ব ভেরিফায়েড পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

আক্ষেপ করে সারজিস বলেন, অভ্যুত্থানের প্রায় এক বছর পেরিয়ে যাচ্ছে। অথচ মাননীয় প্রধান উপদেষ্টা কিংবা সরকারের কোনো উপদেষ্টা একবারের জন্যও শহীদ পরিবারের সঙ্গে বসেননি। এটি অত্যন্ত হতাশাজনক।

মতবিনিময়ের একটি পরিকল্পনা থাকলেও তা বাদ দেওয়া হয়েছে। বরং সরকারের পক্ষ থেকে ৫ আগস্ট জেলা প্রশাসকের সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকের আয়োজন করা হয়েছে, যা মূলত দায়সারা একটি কর্মসূচি মাত্র।

এই পরিস্থিতিতে সারজিস আলম সব শহীদ পরিবারকে ৫ আগস্টের সরকারি কর্মসূচি বয়কটের আহ্বান জানিয়ে বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকার যদি এক বছরে এক হাজার শহীদ পরিবারের সঙ্গে একবারও বসতে না পারে, তাহলে এটি তাদের মানবিক ও প্রশাসনিক ব্যর্থতার বড় উদাহরণ।

ডেস্ক/ই.ই


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর