চাঁপাইনবাবগঞ্জের আলোচিত শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা রুহুল আমিন ও ডা. গোলাম রাব্বানীকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তুহিন হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
আসামিরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রুহুল আমীন এবং জেলা স্বাচিপের সভাপতি ডা. গোলাম রাব্বানী। এছাড়া তারা দুইজনই জেলা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বে রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) আসামিদের চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তার দশ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন চাঁপাইনবাবগঞ্জ সদর আমলি আদালতের বিচারক আশরাফুল ইসলাম।
তদন্তকারী কর্মকর্তা ও চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রফিকুল ইসলাম জানান, শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলার এজাহারনামীয় আসামি রুহুল আমীন ও ডা. গোলাম রাব্বানীকে দশ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন করা হয়েছিল। আজ রিমান্ড শুনানির জন্য ধার্য তারিখ ছিল। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত তাদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাদের পুলিশ হেফাজতে নেওয়া হবে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২৬ জানুয়ারি ছাত্রশিবির নেতা আসাদুল্লাহ তুহিনকে বাসা থেকে চোখ বেঁধে নিয়ে যান র্যাব সদস্যরা। এরপর সড়ক দুর্ঘটনার তার মৃত্যু হয়েছে বলে দাবি করে র্যাব। ঘটনার ৯ বছর পর গত বছরের ২৫ ডিসেম্বর হত্যা মামলা দায়ের করেন আসাদুল্লাহ তুহিনের মামা মো. কবিরুল ইসলাম। মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, র্যাবের সাবেক ডিজি, সাবেক সংসদ সদস্য, র্যাব ও পুলিশের কর্মকর্তা এবং আওয়ামী লীগের নেতাসহ ২৮ জনকে আসামি করা হয়েছে।
এম.এ.এ/ই.ই
মন্তব্য করুন: