[email protected] ঢাকা | রবিবার, ৩রা আগস্ট ২০২৫, ১৯শে শ্রাবণ ১৪৩২
thecitybank.com

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশ অনুষ্ঠিত‌‌ ‌ ‌

উপজেলা সংবাদাতা:

প্রকাশিত:
৩০ জুলাই ২০২৫, ২৩:৩৯

ভোট কেন্দ্র প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথি নুরুল ইসলাম বুলবুল। ছবি: চাঁপাই জার্নাল

চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধি সমাবেশ বুধবার (৩০ জুলাই) বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি ও আসন পরিচালক আবু বকরের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. নূরুল ইসলাম বুলবুল।

এছাড়া বিশেষ অতিথি ছিলেন রাজশাহী জোনের সহকারী পরিচালক অধ্যাপক রফিকুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর আবু জাফর গিফারী।

চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাবে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান, পৌর জামায়াতের আমীর হাফেজ গোলাম রাব্বানী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি এনায়েতুল্লাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সমাবেশে ভোট কেন্দ্র ভিত্তিক প্রতিনিধিদের নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মপরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।‌

রাব্বি/আ.আ


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর